মৌসুম শেষে বার্সা ছাড়বেন জাভি মৌসুম শেষে বার্সা ছাড়বেন জাভি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১২ মে ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মৌসুম শেষে বার্সা ছাড়বেন জাভি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০ পাঠক

চাকরি হারাতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল চারপাশে! কিন্তু তা সত্যিতে রূপে নেওয়ার আগেই জাভি হার্নান্দেস জানিয়ে দিলেন, মৌসুম শেষে আর বার্সেলোনায় থাকবেন না তিনি। বরখাস্ত নয়, চুক্তি শেষে স্বেচ্ছায় কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক এই মিডফিল্ডার।

গতকাল ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে যায় বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে টেবিলের তিনে আছে তারা। সেই হার হজমের পরই বিদায়ের ঘোষণা দেন জাভি।

বার্সা কোচ বলেন, ‘আমি এই ক্লাবেরই মানুষ। এমনকি নিজের চেয়ে ক্লাবকে বেশি প্রাধান্য দিয়েছি। আমার যা কিছু ছিল, সবকিছুই দিয়েছি এই ক্লাবকে এবং ভক্তদের গর্ব করে তুলতে আমি এটা বজায় রাখব। আমি মনে করি ক্লাবের গতিশীল পরিবর্তন প্রয়োজন। খেলোয়াড়দের ভালোর জন্য আমি বিশ্বাস করি, তারা আরও নিজেদের স্বাধীন করতে পারবে। আমরা প্রচুর দুশ্চিন্তা নিয়ে খেলি। ‘

‘পরিচালনা পর্ষদের ভালোর জন্য আমার চলে যাওয়াটাই ঠিক হবে। আমি মনে করি, আমি সঠিক কাজটাই করছি। বার্সেলোনায় আপনার সবসময়ই মনে হবে আপনাকে মূল্য দিচ্ছে না, বাজে ব্যবহার করা হচ্ছে- ক্লাব এভাবেই চলে। মানসিকগত দিক থেকে এর সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। আমি একজন ইতিবাচক মানুষ, কিন্তু আমার ব্যাটারি লেভেল ফুরিয়ে যাচ্ছে এবং একটা সময়ে বুঝতে পেরেছি যে, এখানে থাকার কোনো মানে নেই। ‘

২০২১-২২ মৌসুমের মাঝখানে কাতারি ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে বার্সায় আসেন। সেবার অবশ্য তেমন কিছু করতে পারেননি। তবে পরের মৌসুমেই তার অধীনে লিগ শিরোপার স্বাদ পায় বার্সা। সেই শিরোপা এবার ধরে রাখা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবও বটে। কোপা দেল রে থেকে কিছুদিন আগেই বিদায় নিয়েছে কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকলে, সেই টুর্নামেন্ট নিয়ে খোদ সমর্থকরাও খুব একটা আশাবাদি নন।

যদি কোনো মিরাকল ঘটে যায়, তবুও নিজের সিদ্ধান্তে অটল থাকবেন জাভি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জিতে গেলেও আমি সিদ্ধান্ত বদল করব না। কাল (আজ) খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। খেলোয়াড়রা অবশেষে নিজেদের মুক্ত বোধ করবে। আমি অর্থের দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিইনি। আমার হৃদয় বলছে, ক্লাবের জন্য এটাই ভালো হবে। আমি সমস্যা না, সমাধান হতে চাই। জুন পর্যন্ত এরকম থাকতে চাই। ‘

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD