পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরলো রাজস্থান পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরলো রাজস্থান – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরলো রাজস্থান

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬ পাঠক

টানা ৪ জয়ের পর গুজরাট টাইটান্সের কাছে শেষ বলের লড়াইয়ে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে সেই ধাক্কা সামলে ফের জয়ে ফিরেছে তারা।

শীর্ষে থাকা দলটি এবার হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

 

২০২৪ আইপিএলের ২৭তম ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে রাজস্থান। চণ্ডীগড়ের মাঠে আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। জবাবে ৭ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান।

রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাঞ্জাবের টপ ও মিডল অর্ডারের কোনো ব্যাটার হাত খুলতে পারেননি। উইকেটও পড়েছে নিয়মিত বিরতিতে। দলীয় ২১ রানের প্রথম উইকেট হারানো দলটি ৭০ রান তুলতেই হারায় ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কেবল জিতেশ শর্মা (২৯) বলার মতো রান পেয়েছেন। তবে শেষদিকে লিভিংস্টোন (১৪ বলে ২১ রান) ও আশুতোষ শর্মা (১৬ বলে ৩১ রান) হাল ধরে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন।

বল হাতে রাজস্থানের কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২২ রান খরচে নেন ১ উইকেট। এক রান বেশি খরচ করলেও ২ উইকেট নিয়েছেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। ফাস্ট বোলার আভেশ খানের ঝুলিতেও গেছে ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে রাজস্থান ভালো শুরু পায় দুই ওপেনারের ব্যাটে। যশস্বী জয়শওয়াল ও তানুশ কতিয়ান মিলে তুলে ফেলেন ৫৬ রান। তবে তুলনামূলক মন্থর ব্যাটিং করেছেন কতিয়ান। ২৪ রান করতেই তিনি খেলে ফেলেন ৩১ বল। তবে অন্যপ্রান্তে থাকা যশস্বী ২৮ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। মাঝে অধিনায়ক সাঞ্জু স্যামসন (১৮), রিয়ান পরাগ (২৩) মিলে রাজস্থানকে জয়ের পথে রাখেন। কিন্তু দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।

৮২ থেকে ১১৫ রান পর্যন্ত যেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। ওদিকে রানরেট বেড়ে যাচ্ছিল। এমন সময় হাল ধরেন শিমরন হেটমায়ার। ৫ বলে ১১ রানের ছোট ক্যামিও খেলে কিছুটা এগিয়ে দেন তার ক্যারিবীয় সতীর্থ রভম্যান পাওয়েল। তবে আসল কাজটা করেন হেটমায়ার নিজেই। ১০ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করে রাজস্থানের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রাজস্থান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে আছে পাঞ্জাব।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD