কেইনের দুর্দান্ত গোলের পর পোল্যান্ডের পাল্টা জবাব কেইনের দুর্দান্ত গোলের পর পোল্যান্ডের পাল্টা জবাব – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কেইনের দুর্দান্ত গোলের পর পোল্যান্ডের পাল্টা জবাব

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ পাঠক

পোল্যান্ডের ওয়ারসতে বুধবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কেইনের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ে সমতা টানেন দামিয়ান শিমানসকি।

বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইংল্যান্ড।

বল দখলে অনেকটা এগিয়ে থাকা ইংল্যান্ড পুরো ম্যাচে শট নেয় ১৩টি, তার মাত্র দুটি ছিল লক্ষ্যে। আর পোলিশদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচে শুরুতে গতিময় ফুটবলের দেখা মিললেও কোনো পক্ষের আক্রমণে তেমন ধার ছিল না। ধীরে ধীরে খেলাও কিছুটা গতি হারায়।

২১তম মিনিটে হ্যারি কেইন একটা সুযোগ পেয়েছিলেন; কিন্তু ছয় গজ বক্সের মুখে বল পেয়েও তিনি হেড করলেন প্রতিপক্ষ বরাবর। আট মিনিট পর পোল্যান্ডের রবের্ত লেভানদোভস্কি বিপজ্জনক জায়গায় বল পেলেও ঠিকমতো শট নিতে পারেননি; ধরতে কোনো সমস্যাই হয়নি ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের।

নিরুত্তাপ প্রথমার্ধের শেষের বাঁশি বাজার পর কিছুটা উত্তাপ ছড়ায়। মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন। ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার ও পোলিশ ডিফেন্ডার কামিল গ্লিককে হলুদ কার্ড দেখান রেফারি।

৬০তম মিনিটে আরেকটি সুযোগ পায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের ফ্রি-কিকে ম্যাগুইয়ারের হেড লাগে পোস্টের নিচে। ফিরতি বল জটলার মধ্যে পেয়েছিলেন স্টার্লিং, তবে ততক্ষণে অফসাইডের পতাকা উঠে যায়।

কোনো কিছুতেই যখন কিছু হচ্ছিল না, ৭২তম মিনিটে অনেক দূর থেকে জোরালো শট চেষ্টা করেন কেইন। বল সামনে এক খেলোয়াড়ের ওপর দিয়ে গিয়ে ঠিকানা খুঁজে নেয়। গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঝাঁপিয়ে চেষ্টা করলেও নাগাল পাননি।

বিশ্বকাপ ও ইউরোর বাছাই মিলিয়ে টানা ১৫ ম্যাচে জালের দেখা পেলেন কেইন। এই ১৫ ম্যাচে তার গোল হলো ১৯টি! জাতীয় দলের হয়ে তার মোট গোল ৪১টি, ৬৪ ম্যাচে।

ইংল্যান্ডের হয়ে কেইনের চেয়ে বেশি গোল আছে মাত্র চার জনের-ওয়েইন রুনি (৫৩টি), ববি চার্লটন (৪৯টি), গ্যারি লিনেকার (৪৮টি) ও জিমি গ্রিভস (৪৪টি)।

৮১তম মিনিটে পিকফোর্ডের অসাবধানতায় বিপদে পড়তে পারত ইংল্যান্ড। সামনে প্রতিপক্ষের দিকে খেয়াল না করে গোল কিক নেন তিনি। ছুটে গিয়ে পা বাড়িয়ে দেন কারোল সিদারেস্কি। বল তার পায়ে লেগে যাচ্ছিল জালের দিকে। গতি না থাকায় দৌড়ে গিয়ে ধরে ফেলেন পিকফোর্ড।

একটু একটু করে ম্যাচ শেষের দিকে এগিয়ে যাচ্ছিল আর জোরাল হচ্ছিল ইংলিশদের জয়ের সম্ভাবনা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সব ভেস্তে দেন শিমানসকি। বাঁ থেকে লেভানদোভস্কির দূরের পোস্টে বাড়ানো দারুণ ক্রসে হেডে দলকে উল্লাসে ভাসান এই মিডফিল্ডার।

পয়েন্ট হারালেও ইংল্যান্ডের গ্রুপের শীর্ষস্থান এখনও মজবুত। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।

সান ম্যারিনোকে ৫-০ গোলে হারানো আলবেনিয়া ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিন নম্বরে পোল্যান্ডের পয়েন্ট ১১। অ্যান্ডোরাকে ২-১ গোলে হারানো হাঙ্গেরি ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

অ্যান্ডোরার পয়েন্ট ৩। সবার নিচে সান ম্যারিনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD