দেশে একদিনে টিকা নিলেন ৪ লাখ ৯১ হাজার জন দেশে একদিনে টিকা নিলেন ৪ লাখ ৯১ হাজার জন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

দেশে একদিনে টিকা নিলেন ৪ লাখ ৯১ হাজার জন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ পাঠক

দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে গণটিকাসহ সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন আরও ৪ লাখ ৯১ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৫৫ হাজার ১৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন।

প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৩৪ হাজার ২৩১ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৭৮৩ জন। দ্বিতীয় ডোজের টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ৪১৮ জন এবং নারী ১ লাখ ৫ হাজার ৯৮৩ জন।
রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
রোববারব পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা নেওয়ার সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জন‌। মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন।
তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৫২২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD