ভালো ধারাভাষ্যকার আসায় এক ধাপ এগিয়েছে বিপিএল: তামিম ভালো ধারাভাষ্যকার আসায় এক ধাপ এগিয়েছে বিপিএল: তামিম – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভালো ধারাভাষ্যকার আসায় এক ধাপ এগিয়েছে বিপিএল: তামিম

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৭ পাঠক

বিপিএল নিয়ে প্রতি বছরই দর্শকদের অভিযোগ থাকে ব্রডকাস্টিং নিয়ে। এবারের আসরে সেটির মান বেড়েছে, যুক্ত হয়েছে স্পাইডার ক্যাম। এছাড়াও এসেছেন রমিজ রাজা, রাসেল আরনোল্ড, কার্টলি এমব্রোসের মতো ধারাভাষ্যকাররা। এতে এক ধাপ এগিয়েছে বিপিএল, এমন মনে করেন তামিম।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ জেতার পর ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় ভালো ধারাভাষ্যকার এসেছে, এটা একধাপ এগিয়ে দিয়েছে। উইকেটটা যদি আমরা ভালো করি, উইকেটের ব্যাপারটা এই ধরনের উইকেটে অনেক কঠিন কিউরেটরদের জন্য। আপনি যদি রোল না করতে পারেন। ভালো ভালো কমেন্টেটর আসতেছে, টুর্নামেন্ট জমাতে ভালো কমেন্টটের দরকার। ’

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা সাধারণত খুব বেশি সময় চালিয়ে যান না। নিয়মিতই বদলে যায় ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকার। এটিকে সমস্যা বলে মনে করেন তামিমও। তবে দেশের খেলোয়াড়দের হওয়া আয়কে ইতিবাচকভাবে দেখছেন তামিম।

তিনি বলেন, ‘দেখেন যখন বিপিএল শুরু হয়- আমি সব সময় বলি বিপিএলের ১৭-১৮-১৯ সম্ভবত সবচেয়ে সেরা বছর ছিল। কারণ, ফ্রাঞ্চাইজি মালিক একটা সেটেল অবস্থায় ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওটা কন্টিনিউ হতে পারে নাই। একটা জিনিস কী বিপিএলে যখনই একটা ফ্রাঞ্চাইজি ওনার ৭-৮ বছর লাইক কুমিল্লা ভিক্টোরিয়ানস তখন টুর্নামেন্টের ভ্যালুটা অন্যরকম হয়ে যায় সব সময়। ’

‘সঙ্গে লাস্ট প্রেস কনফারেন্সেও আমি এটা বলেছি বিপিএলের অনেক পজিটিভ ইতিবাচক দিকও আছে। দেশের খেলোয়াড়দের কথা চিন্তা করেন, তারা আর্থিকভাবে লাভবান হয়। অনেক নেগেটিভ পয়েন্ট আছে যেটা নিয়ে সারাদিন আলাপ করতে পারি। কিন্তু ক্রিকেট ইজ গুড। ’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD